আজকে আমি টেলিটক সিমের কিছু ইন্টারনেট ও কল রেট অফার নিয়ে এসেছি। টেলিটক বাংলাদেশের সিম, টেলিটক সব সময় অন্যান্য অপারেটর থেকে সাশ্রয়ী প্যাক দিয়ে থাকে।
তো শুরু করা যাক।
অফার-১
টেলিটক নিয়ে এলো গ্রাহকদের জন্য ১০ জিবি ইন্টারনেট মাত্র ৯৭ টাকায়,
মেয়াদঃ ১০দিন।
অফারটি নিতে *১১১*৯৭# ডায়াল বা E97 লিখে SMS পাঠিয়ে দিন ১১১ নম্বরে।
অফারটি চলবে ২৭শে জুলাই ২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত।
অফার-২
টেলিটক নিয়ে এলো সাশ্রয়ী ইন্টারনেট সবার জন্য মাত্র ৪৪ টাকায় ৩ জিবি ইন্টারনেট,
মেয়াদঃ ৫ দিন
অফারটি পেতে ডায়াল করুন *111*44# অথবা P44 টাইপ করে SMS পাঠিয়ে দিন ১১১ নম্বরে বা গ্রাহকরা ৪৪ টাকা রিচার্জের মাধ্যমেও ৩ জিবি প্যাকেজটি সাবস্ক্রাইব করতে পারবেন ।
অফার-৩
এখন টেলিটক সিমে মাত্র ৮৬ টাকায় পেয়ে যাবেন ১৪৩ মিনিট
মেয়াদঃ ৭ দিন।
অফারটি নিতে ডায়াল করুন *১১১*৮৬# অথবা আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে M86 লিখে পাঠিয়ে দিন ১১১ নম্বরে (চার্জ ফ্রি)। অথবা ৮৬ টাকা রিচার্জ করেন।
অফার-৪ বন্ধ সিমের অফার।
আপনার বন্ধ থাকা টেলিটক সিমটি আজই সচল করুন, আর উপভোগ করুন দারুন অফার। বন্ধ সংযোগটিতে মাত্র ১৮ টাকা রিচার্জ করলেই দারুন অফার উপভোগ করতে পারবেন পুরো বছর জুড়ে। মাত্র ১৮ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৪৫ পয়সা/ মিনিট, মেয়াদ ৩০ দিন; ২০ মিনিট ফ্রি ভয়েস কল, মেয়াদ ৩ দিন এবং ২ জিবি ফ্রি ডাটা, মেয়াদ ৭ দিন।
এছাড়াও প্রতি মাসে ২৩ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ২ জিবি ডাটা একদম ফ্রি।
আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতাভূক্ত কিনা তা জানতে যেকোন টেলিটক নম্বর থেকে আপনার মোবাইল নম্বরটি লিখে SMS করুন 112 নম্বরে (চার্জ ফ্রি)
তো আর দেরী কেন? বন্ধ সিম চালু করার এটাই তো সময়।
0 Comments