লগইন করা হলে পোস্ট ফলো করুন
আমার ব্যালান্স দেখতে পাইতাসেন কত আসে।
--তারপর সেন্ড মানি অপশন এ ক্লিক দিন।
--তারপর যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বার দিয়ে Amount বসাই দিন।
--তারপর আপনার পিন দিয়ে সামনে এগিয়ে যান।
--তারপর নিচের মত একটা নোটিশ দিবে সেটা ভালো করে লক্ষ্য করুন
তারপর সেন্ড মানি করতে টাপ এ ক্লিক দিয়ে দিন।--তারপর সেম ভাবে নোটিস দিবে এবং সেন্ড মানি টি প্রকিয়াধীন থাকবে ।
অবশ্য যে নাম্বারে টাকা দিসেন সে নাম্বারে টাকা চলে যাবেঅবশ্য সেই একাউন্ট যদি ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ একাউন্টটি একটিভ না করে তাহলে অটোম্যাটিক টাকা আপনার একাউন্টে ব্যাক আসবে ।
কিন্তু আপনি চাইলেও ইনস্ট্যান্ট ব্যাক নিয়ে আসতে পারবেন
সে জন্য নেক্টস স্টেপ ফলো করুন।
আবারও বিকাশের হোম পেজে আসুন তারপর সেন্ড মানি অপশন এ ক্লিক দিয়ে দিন
তারপর যে নাম্বারে টাকা সেন্ড করেছেন সেটা নিচের মত করে সো করবে
তারপর বাতিল অপশনে ক্লিক দিয়ে দিন।
--তারপর সেন্ড মানি বাতিল করতে হ্যাঁ তে ক্লিক করে দিন।
--এবং দেখতে পাবেন ইনস্ট্যান্ট টাকা ব্যাক চলে আসবে। এবার আপনি ব্যালেন্স চেক করে দেখে নিন।
যদি ভুল করে টাকা সেন্ড হওয়ে যায় তাহলে আপনারা এভাবে কাজ করে টাকা ইনস্ট্যান্ট ব্যাক নিয়ে আসতে পারবেন।
ধন্যবাদ।
0 Comments