আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??

আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা ফেসবুকে বর্তমানে ভাইরাল হওয়া ফটো ইডিটের মতো আপনার ফটোতে ইডিট করবেন।
আপনিও হয়তো এরকম ফটো ফেসবুকে লক্ষ করেছেন,কিন্তু কিভাবে ইডিট করবেন জানেন না। তো এর জন্যই আজকের পোষ্ট কিভাবে তাদের মতো আপনার ফটোটিকেও সেভাবে ইডিট করবেন।
তারা মূলত Photo Lab অ্যাপটি দিয়ে এ কাজটি করছে।
তাই প্রথমে Photo Lab অ্যাপটি ইনস্টল করুন,সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতে
Photo Lab 
এবার বাকি স্কিনশর্ট ফলো করুন।

TRENDING অপশনে ক্লিক করুন প্রয়োজনীয় এডিট দেখতে পাবেন।
--পছন্দের edit-এ বাছাই করুন, প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করুন।

--এবার আপনি,
-১-৩ বার Processing হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
-তারপর আপনার ফটো এডিট হয়ে গেলে উপরের দিকে থ্রি ডট আইকনে এ ক্লিক করে ফটো সেভ করে নিন।
ধন্যবাদ