মুদ্রা ইচ্ছে করলেই একটি দেশ বেশি ছাপাতে পারে না কেন?
ছাপাতে পারবে না কেন? অবশ্যই পারবে। তার আগে চলুন একটা গল্প শুনে নেই। গল্পটি ক্লাস থ্রিতে আমাদের ইংরেজি বইতে ছিল।
একটি গরুকে ঘাস খেতে দেখে ব্যাঙের খুব ইচ্ছা হল ওর মত মোটা হওয়ার। তারপর ধীরে ধীরে নিজের পেট ফুলতে লাগলো। তারপরও যখন ওর মতো মোটা হচ্ছে না, তখন সে আরো দম নিতে লাগল এবং পেট ফুলতে থাকলো।
কিন্তু না! এক সময় ফটাশ! পুরো ব্যাঙ ফেটে গেল।
জিম্বাবুয়ে 100 ট্রিলিয়ন ডলারের নোট ছাপিয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ মুদ্রা 1000 টাকার নোটের প্রায় রুমভর্তি বান্ডিল লাগবে (১০০০০০০০০০০০ টি অর্থাৎ ১০০০০০০০০০ টি বান্ডিল) , এই অংক ছূঁতে। আফগানিস্তানে একসময় ট্যাক্সি ভাড়া দিতে হলে বস্তাভর্তি টাকা লাগতো।
সম্প্রতি ভেনেজুয়েলার অবস্থা আরো শোচনীয় অবস্থায় চলে গেছে।
বুঝতেই পারছেন অতিরিক্ত মুদ্রা থাকলে কি অবস্থা হবে। অতিরিক্ত মুদ্রা ছাপালে মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে যাবে যে টয়লেট টিস্যু কিনতে পুরো মাসের বেতন চলে যাবে। তখন ব্যাঙ না ফাটলেও ব্যাংক কিন্তু ঠিকই ফাটবে, আর সঙ্গে অর্থব্যবস্থাপনাও ফাটবে।
তাই রাষ্ট্রকে সবকিছু করতে হয় অনেক ভেবেচিন্তে।
ধন্যবাদ।
সুত্র: বিবিসি বাংলা
Thanks
0 Comments